আজ আমরা শূলব্যথা ও পেটে ব্যথা এর লক্ষণ এবং হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার সম্পর্কে জানব-
শূলব্যথা ও পেটে ব্যথা এর কারণ—
পেটে ব্যথা একটি কোনও রােগ নয়—নানা রােগের এটি হলাে একটি লক্ষণ মাত্র।
কখনাে আবার পেটে হঠাৎ আচমকা প্রবল মােচড়ানো ব্যথা হয়। তাকে বলে শূলবেদনা। এই ব্যথা সাধারণতঃ একভাবে থাকে না—কখনাে কমে আবার কখনও বাড়ে।
ব্যথা বৃধির কারণ হলাে, পেটের কোনও স্নায়ুর প্রান্তে বা Free Ending-এ ব্যথার অনুভূতি জাগে। তারপর ব্রেনের মেডেলায় Pain Centre-এ ব্যথার অনুভূতি জাগায়।
আরও জানুন লিঙ্কে ক্লিক করুন:- শ্বাস-প্রশ্বাসের ছন্দ আপনার স্মৃতিকে কীভাবে প্রভাবিত করে (Understand how the rhythm of your breathing affects your memory)
নানা কারণে ব্যথা বা শূল ব্যথা হতে পারে।
১. পেটে অম্ন হওয়ার ফলে অনেক সময় দীর্ঘ দিন চাপা অম্বলে ভূগে পেটে আলসার হয়। তার ফলে পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র বা বৃহদন্ত্রের স্নায়ুতে যে ব্যথা, থাকে। তাকে বলে অম্নশূল
২. পিত্তবাহী নালীতে পাথর জমে ঠিক মতাে পিত্তরস আসে না। তার ফলে। যে ব্যথা হয়, তাকে বলে পিত্তশূল বা পিত্ত পাথুরীর ব্যথা।
৩. আমাশয়, নাড়ীর চারকিকে প্রচণ্ড ব্যথা, কোঁক বা Large Intestine বা Colon-র ব্যথা ও তার সঙ্গে আমাশয় থাকলে তাকে বলে আমজনিত শূল। এর সঙ্গে বৃহদন্ত্রে আলসার বা কোলাইটিস (Colitis ) হতে পারে।
৪. কিডনীতে বা মূত্র প্রবাহে বাধার সৃষ্টি হয়। তার জন্য যে ব্যথা হয়, তাকে বলে মূত্রাশয়ের শূল বা Renal Colic।
৫. কোন নালী বা Intestine এর অংশ ফুটো বা Perforation হলে তার জন্য প্রচণ্ড ব্যথা হয় ও রােগী অজ্ঞান হয়ে যায়।
৬. উপাঙ্গ প্রদাহ বা Appendix ফুটো বা Perforation হলে তার জন্য প্রচণ্ড ব্যথা হয় ও রােগী অজ্ঞান হয়ে যায়।
৭. পেরিটোনিয়ামে প্রদাহ, উদরী প্রভৃতির জন্য ব্যথা হতে পারে।
৮. লিভার, কিডনী, প্লীহা প্রভৃতিতে টিউমার হলে তার জন্যে ব্যথা হতে পারে, কখনাে বা ব্যথা হয় না।
৯. বদহজম, বায়ু ও Food Poisoning-এর জন্য ব্যথা হতে পারে।
আরও জানুন লিঙ্কে ক্লিক করুন:- Boils and burns / আজ আমরা ফোঁড়া এবং পোড়ার লক্ষণ এবং হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার সম্পর্কে জানব,
শূলব্যথা ও পেটে ব্যথা এর রােগ নির্ণয় —
ঠিক কোন স্থানে ব্যথা ও ব্যথার ধরণ থেকে অনেক সময় রোগ। নির্ণয় করা যায়। তাছাড়া আগের ইতিহাস, অনেক সময় কোন ধরণের ব্যথা, তা রােগ নির্ণয়ে সাহায্য করে থাকে। তবে তা সত্বেও সঠিক রােগ নির্ণয় করা কঠিন।
যদি সাধারণভাবে সঠিক রােগ নির্ণয় করা না যায়, তা হলে সাধারণভাবে বা Bariunu meal খাইয়ে পেটের X-ray ফটো নিতে হবে—তা হলে তা থেকে সঠিক ভাবে রােগ নির্ণয় করা সম্ভব হয়।
আরও জানুন লিঙ্কে ক্লিক করুন:- সুস্থ মস্তিষ্কের জন্য পুষ্টির গুরুত্ব! (nutrition for a healthy brain)
শূলব্যথা ও পেটে ব্যথা এর লক্ষণ -
(১) পেটে অসহ্য ব্যথা বা যন্ত্রণা, কখনাে বা তার সঙ্গে প্রচণ্ড কামড়ানি। ভাব দেখা দেয়। অনেক সময় রােগী ব্যথায় ছটফট করে। ব্যথা কখনাে কমে, কখনাে বাড়ে।
(২) কখনাে কোষ্ঠকাঠিন্য থাকে, আবার কখনাে বা উদরাময় দেখা দেয়।
(৩) গুরুপাক দ্রব্য ভােজন, Food Poisoning, ঠাণ্ডা লাগা, অনিয়ম প্রভৃতি। কারণে ব্যথা হলে ব্যথা চলতে থাকে, সহজে তা কমবে না।
(৪) বমি, গা বমি বমি ভাব, পিত্তবমি, অম্ববমি প্রভৃতি নানা উপসর্গ দেখা দিতে পারে।
(৫) সব সময়ে পেট ভরা ভরা ভাব—কিছু খেতে ইচ্ছাই করে না। বায়ু, নিঃসরণ, উদ্গার প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে।
(৬) অনেক সময় পেটে বায়ু জমে পেট ফুলে ওঠে। তখন রােগী যন্ত্রণায় ছটফট করে, ঘাম দেখা দেয়। এ অবস্থা হলে প্রায়ই রােগীর মলমূত্র বন্ধ হতে দেখা যায়।
(৭) অনেক সময় পেট শক্তভাব ধারণ করে কখনাে বা তা করে না। (৮) নার্ভ বা স্নায়ুর Reflex কমে যেতে পারে।
আরও জানুন লিঙ্কে ক্লিক করুন:- Transform your concept of healthy eating.
শূলব্যথা ও পেটে ব্যথা এর জটিল উপসগ'—্
(১) Perforation হলে রােগী যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে অপারেশান না করলে রােগীর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে ও মত্যু হয়।
(২) অনেক সময় প্রবল যন্ত্রণা ও বমির জন্য রােগীকে ঔষধ দিয়ে ঘুম পাড়ালে বিপদও হতে পারে।
(৩) জটিল নানা রােগ হলে তার চিকিৎসা না করলে, সাধারণ ঔষধে কোন ফল হয় না।
আরও জানুন লিঙ্কে ক্লিক করুন:- Understand how the rhythm of your breathing affects your memory.
শূলব্যথা ও পেটে ব্যথা এর চিকিৎসা-
শিরঃরােগ, কোষ্ঠকাঠিন্য, পেটফাঁপা, অম্ল বা জালাকর উদ্গার, বমি বা বমির ভাব, পাকস্থলীতে বেদনা প্রভৃতি লক্ষণে, নাক্সভমিকা—১x—৬, (চা, কফি,সুরাপায়ীদের পক্ষে এই ঔষধ অত্যন্ত উপকারী )।
স্ত্রী লকেদের পক্ষে, পালসেটিলা ৬ উপকারী।
অসহ্য পেট কামড়ান, প্রবল তৃষ্ণা, পেট সেটে ধরা, ভয়ানক যন্ত্রণা লক্ষণে, ম্যাগ্নেসিয়া ফস। ৩x বিচূর্ন (গরম জলসহ) সেব্য।
পাকস্থলীতে খোঁচা বেধার মত বেদনা বা জ্বালা, পানাহারের পর বমি, অস্থিরতা দুর্বলতা প্রভৃতি লক্ষণে, আর্সেনিক ৬।
পাকস্থলীতে চাপবােধ ও বেদনা, রাত্রিবেলায় যন্ত্রণা বাড়ে, এবং ঘাম হয়, পেট সেটে ধরা, শ্বাস প্রভৃতি লক্ষণে, প্রথমে কফিয়া ৬ ও পরে ক্যামােমলা ৬।
পুরাতন রােগে লক্ষণানুযায়ী ক্যালকেরিয়া ৬ বা ফস্ফোরাস ৬ অথবা কার্বোভেজ ৩০।
পাকস্থলীতে খালি বােধ ও জ্বালা, পেট ফাঁপা, পেটে খিল ধরা, শূল বেদনা, পা গুটিয়ে পেটের উপর রাখলে বা সামনের দিকে ঝুঁকলে উপশম বােধ লক্ষণে, Colocynth ৬। Dioscoria V.- ৬ পেট ব্যথার ভাল ঔষধ।
লক্ষণ-
রােগী হাত পা ছড়িয়ে পেছন দিকে বেকে থাকলে ব্যথার উপশম হয়।
আরও জানুন লিঙ্কে ক্লিক করুন:- Bipolar Disorder - Symptoms and Treatment in Homeopathy
অনুষঙ্গিক ব্যবস্থা —
ঘােল, আনারস, বেদানা, বাতাবী লেবু, আপেল, দুধ, সাগু, বার্লি, পুরাতন চালের পােরের ভাত, খৈ-মণ্ড প্রভৃতি লঘু পথ্য ব্যবস্থা। গুরু,পাক দ্রব্য ভােজন একেবারে নিষেধ। চা, কফি, সুরা, বরফ প্রতি অহিতকর। বিশুদ্ধ মুক্ত বায়ুতে ভ্রমণ উপকারী।
দাবিত্যাগ:-
এই নিবন্ধটি কঠোরভাবে শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এবং এটি একটি রোগ নির্ণয়, চিকিত্সা বা পেশাদার চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় এবং চিকিত্সার বিকল্প হিসাবে নয়। আমাদের বিষয়বস্তু বা এর সাথে সম্পর্কিত কিছু ব্যবহারের কারণে সৃষ্ট কোন ক্ষতি, পার্শ্ব-প্রতিক্রিয়া, অসুস্থতা এবং স্বাস্থ্য সমস্যার জন্য এই ব্লগটি কোন দায়বদ্ধতা নেয় না।
অনলাইন ক্রয়ের জন্য:-