আজ আমরা ডায়রিয়ার লক্ষণ এবং হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার সম্পর্কে জানব,
উদরাময়ের কারণ —
(1) সাধারণতঃ অজীর্ণ রােগের থেকে পরে উদরাময় বা ঘন ঘন পাতলা পায়খানা হয়।
(2) গুরুপাক দ্রব্য আহার, অনিয়মিত ভােজন, বেশি চর্বিযুক্ত খাদ্য খাওয়া পচা, মাছ, মাংস, ডিম ইত্যাদি খেলে এটি হয়।
(3) অতিরিক্ত মশলা যুক্ত গুরুপাক দ্রব্য খেলে উদরাময় হয়।
(4) খুব গরমের পর ঠাণ্ডা জলে স্নান, বরফ খাওয়া, হঠাৎ ঘাম বন্ধ হওয়া প্রতি গৌণ কারণ।
(5) বহুদিন থেকে প্রাচীন আমাশয়ে ভােগা অন্য কারণ।
(6) গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের জন্য এই রােগ হয়।
(7) উগ্র উদরাময় ( Acute Diarrhoea) বীজাণু সংক্রামণের জন্য এটি হয়। একে বলে Food Poisoning i
(8) শােক, ভয়, দুঃখ, দুশ্চিন্তা প্রভৃতি কারণে এটি হয়। বিনা কুন্থনে, বার বার তরল ভেদ হওয়াকেই বলা হয় উদরাময় রােগ। ক্ষুদ্রান্ত্র এবং বৃহৎ অন্ত্রের। উত্তেজনা ঘটলে ঠিক মতাে হজম হয় না। তার ফলেও বারবার তরলা পায়খানা হতে থাকে।
উদরাময়ের লক্ষণ-
(1) ঘন ঘন তরল পায়খানা হতে থাকে।
(2) কখনাে কুন্থন থাকে—প্রায়ই থাকে না।
(3) পেট ভুট ভাট বা গড় গড় করে।
(4) বমি বা বমনেচ্ছা প্রায়ই থাকে।
(5) কখনাে অল্প, বুক জ্বালা, গলা জ্বালা প্রভৃতি হয়।
(6) জিভ লেপাবত হয়। শ্বাস-প্রশ্বাসে দুর্গন্ধ দেখা দেয়।
(7) মাঝে মাঝে চোঁয়া ঢেকুর উঠতে থাকে।
(8) উদরাময় খুব বেশি হলে কলেরার মতাে লক্ষণ দেখা দেয়। হাত-পায়ে খিল। ধরে। অবসন্ন ভাব ও হার্টফেলের লক্ষণাদি দেখা যায়। অনেকে একে কলেরা বলে ভুল করেন। শরীর থেকে অতিরিক্ত জলীয় পদার্থ বের হয় Dehydration হয় এর ফলে।
(9) মাথাব্যথা, মাথাঘােরা, শ্বাস-প্রশ্বাসের কষ্ট, দুর্বলতা প্রভৃতি Secondary লক্ষণ।
আপনি পড়তেও পছন্দ করতে পারেন: বমি বমি ভাব এবং বমির উপসর্গ এবং হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার,
উদরাময়ের জটিল উপ সর্গ —
1. কখনো বা কলেরার মত লক্ষণ হয়ে Pulse fall করে ও খিচুনি, কখন বা মােহ হয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।
2. কখনাে উদরাময় রােগ টাইফয়েড প্রভৃতি রােগের পুর্ব লক্ষণ মাত্র। তার ফল পরে খারাপ হয়।
3. উদারময় স্থায়ী হয়ে আমাশয় সষ্টি করতে পারে।
আপনি পড়তেও পছন্দ করতে পারেন: অ্যাসিডিটির লক্ষণ এবং হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার
উদরাময়ের চিকিৎসা-
বিনা কষ্টে বার বার তরল ভেদ হওয়ার নাম উদরাময়। শীত কম্প, পাকস্থলিতে বেদনা, হাত-পা, মুখ ঠাণ্ডা লক্ষণে বিশেষতঃ গরমকালের উদরাময়ে ও সর্দি হলে উদরাযয়, স্পিরিট ক্যাম্ফর। প্রতি আধ ঘণ্টা অন্তর খাওয়া উচিত। কষ্টকর তরল মল, গরমকালে উদরাময়, কপালে ঠান্ডা ঘাম, বমি বা বমির ইচ্ছা এবং হাত-পা ঠাণ্ডা লক্ষণে, Varatrum Alb—6।
ঘন ঘন তরল ভেদ বেগে নিঃসৃত হওয়া, কখনাে-বা পেটে বেদনা থাকা, কখনও-বা বেদনা না থাকা, জল খেয়ে উদরাময় প্রভৃতিতে, China- 6, 30।
শীত, জ্বর ও তৃষ্ণা লক্ষণে (বিশেষতঃ ঠাণ্ডা লেগে উদরাময় হলে), Aconite Nap- 3, 6।
বমি বা বমির ইচ্ছা, সবুজ রঙের মল, পেট কামড়ান প্রভৃতি হলে, Ipecac- 3। পুরাতন বেদনাহীন উদরাময়ে, Phosphorus- 6। সামান্য উদরাময়ে China Ars- 6x একটি ভাল ঔষধ। রােগীর গায়ে বা মলে আম্ল গন্ধ থাকলে, Acid-Sulph- 30।
জ্বালাকর দুর্গন্ধে, জল খেলে বমি, কুহুন, পেটে বায়ু প্রভৃতি হলে, Carbo Veg- 6।
বাঁধা কপির তরকারি ভােজনের পর উদরাময়ে (বিশেষতঃ দিনের বেলা উদরাময়ে) Petrolium- 3x।
গন্ধযুক্ত গাঁজলা গাঁজলা সবুজ বমি হলে Magnesia Carb- 6।
মলত্যাগের আগে চারদিকে বেদনা ও মলত্যাগের পরে ঐ বেদনা কম হলে Gombogia- 3 বা Nux Vomica-30। হলদে জল বমি, সকালে রােগ বাড়ে, নড়লে চড়লে মল নিঃসরণ হয় (বিশেষতঃ শিশুদের ক্ষেত্রে) Apis—6।
- মানসিক উত্তেজনার জন্য সবুজ-রঙের মল। রাত্রে রােগের বৃদ্ধি, পানাহারের পর মল ত্যাগ প্রভৃতি লক্ষণে, Argentum Nit- 6।
গন্ধ হড়হড়ে রক্ত বা পুঁজ যুক্ত মল বের হয়, প্রবল মলত্যাগ, কুন্থনে ব্যথা প্রভৃতি লক্ষণে, Arnica Mont- 3।
মলের রং কেবলই বদলে যায়, দুর্গন্ধ, বমি বা বমির ইচ্ছা প্রতি লক্ষণে, Pulsatilla-6।
আপনি পড়তেও পছন্দ করতে পারেন: Food and memory: what you eat impacts your memories.
উদরাময়ের আনুষঙ্গিক ব্যবস্থা-
1. রােগীর যাতে হিম বা ঠাণ্ডা না লাগে, তা ভাল করে দেখা কর্তব্য।
2. পেটে সরষের তেল ও জল মিশিয়ে মালিশ করলে খুব উপকার হয়।
3. গরম জলে ন্যাকড়া ভিজিয়ে স্পঞ্জ করা ভাল।
4. উদরাময় চললে কোনও খাদ্য দিতে নেই। শুধুমাত্র ডাবের জল, গ্লুকোজ জল খেতে দিতে হবে। বালি, গাঁদাল পাতা ও কাঁচকলার ঝােল, ঘােল প্রভৃতি কমলে দিতে হবে।
5. রােগ অনেকটা কমে গেলে সূর চালের ভাত এবং মাছের হাল্কা ঝােল এবং কাঁচাকলা সিদ্ধ উপকারী।
6. রােগ ভাল হলেও অনেকদিন স্বাস্থ্যবিধি মেনে চলা কর্তব্য। তৈলাক্ত খাদ্য মশলা, ঝাল, টক, গরম মশলা চিংড়ি, কাঁকড়া, আচার প্রভৃতি নিষিদ্ধ। নিয়মিত সামান্য ব্যায়াম ও ভ্রমণ উপকারী।
দাবিত্যাগ:-
এই নিবন্ধটি কঠোরভাবে শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এবং এটি একটি রোগ নির্ণয়, চিকিত্সা বা পেশাদার চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় এবং চিকিত্সার বিকল্প হিসাবে নয়। আমাদের বিষয়বস্তু বা এর সাথে সম্পর্কিত কিছু ব্যবহারের কারণে সৃষ্ট কোন ক্ষতি, পার্শ্ব-প্রতিক্রিয়া, অসুস্থতা এবং স্বাস্থ্য সমস্যার জন্য এই ব্লগটি কোন দায়বদ্ধতা নেয় না।
অনলাইন ক্রয়ের জন্য: