অজীর্ণ রােগের ( Indigestion & Dyspepsia ) লক্ষণ ও হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার

অজীর্ণ রােগের (  Indigestion & Dyspepsia ) লক্ষণ ও হোমিওপ্যাথিক ওষুধের  ব্যবহার

আজ আমরা অজীর্ণ রােগের (  Indigestion & Dyspepsia ) লক্ষণ ও হোমিওপ্যাথিক ওষুধের  ব্যবহার সম্পর্কে জানব,


অজীর্ণ রােগের কারণ- 


(1) অপরিমিত তৈলাক্ত দ্রব্য, ঘি, মাখন প্রতি খাওয়া। 

(2) বেশি পরিমাণে মাংস, ডিম প্রভৃতি খাওয়া ও গরুভোজন। 

(3) অনিয়মিত খাওয়া বা নিয়মিত না খাওয়া। 

(4) অতিরিক্ত শারীরিক বা মানসিক শ্রম। 

(5) অতিরিক্ত মদ্যপান। 

(6) বেশি চা, তামাক, সিগারেট প্রভৃতি খাওয়া। 

(7) বেশিদিন অন্য রােগে ভুগে শরীর খুব দুর্বল হওয়া। 

(৪) খুব বেশি টক, আচার প্রভৃতি খাওয়া।

(9) অস্বাস্থ্যকর বা স্যাতসেতে ঘরে বাস,  বেশি খাওয়া, পেটে খুব চেপে কাপড় পরা, রক্তশূন্যতা, সব সময় মন খারাপ করে থাকা প্রভৃতি গৌণ। কারণ।


আপনি পড়তেও পছন্দ করতে পারেন: Influenza rabies / ইনফ্লুয়েঞ্জা রেবিসের লক্ষণ ও  হোমিওপ্যাথিক ওষুধের  ব্যবহার


অজীর্ণ রােগের লক্ষণ- 


(1) ক্ষুধা খুব কমে যায় বা ক্ষুধা একেবারে থাকে না। 

(2) পেটফাঁপা, কোষ্ঠবদ্ধতা বা উদরাময়, ঢেকুর ওঠা, ঢেকুরে গন্ধ প্রভৃতি। চোঁয়া ঢেকুর হয়।

(3) গা বমি বমি ভাব বা বমি হয়। 

(4) বুকজালা, গলাজালা থাকতে পারে। 

(5) পেট ভার হয় বা পেটে ব্যথা হতে পারে। 

(6) পেটে বায়ুসঞ্চয় হতে পারে। 

(7) মুখ দিয়ে জল ওঠা, এবং অস্বস্তিভাব।

(৪) মাথাধরা ও মাথাব্যথা থাকতে পারে।

(9) এই সঙ্গে বা কিছু পরে পাতলা পায়খানা শুরু হয়। সাধারণত এই রোগ দুই ধরণের হয়।


(1)তরুণ অজীর্ণ রােগ হঠাৎ রােগের আক্রমণ ঘটে থাকে। সাধারণতঃ খাবার গােলমালে এরপ হয়। আবার চিকিৎসা এবং উপবাস করলে ভাল হয়।

(2) পুরনাে অজীর্ণ রোগ অনেকদিন ধরে অজীর্ণ রােগ চলতে থাকে। বেশি বয়সে এটি বেশি হয়। রুগ্ন শরীরের জন্যও এরপ হতে পারে অনেক সময়। রক্ত। শুন্যতা, দুর্বলতা, অন্য রােগে ভােগা, সুতিকা বা জরায়ুর রােগ, নিয়মিত বেশি মদ্যপান প্রভৃতিও এর কারণ।


আপনি পড়তেও পছন্দ করতে পারেন:  What have you been doing to age healthy?


অজীর্ণ রােগের চিকিৎসা।

 

মুখ দিয়ে জল ওঠা—এবিস নাইগ্রা ৬, অ্যান্টিম ক্রড ৩০, কার্বো-ভােজ ৩x , ব্রাইয়াে ৬, পালস ৩০, নাক্সভম ৩০, লাইকো ৩০।

ক্ষুধামন্দ্যা-ক্যাঙ্কে-কার্ব, চায়না, ফেরাম, এবিস-নাইগ্রা, কাবলিক-অ্যাসিড, বেল, চিনি-আর্স, ইপিকাক, পালস, রাসটক্স, কার্বো-ভেজ, লাইকো।

রাক্ষসে ক্ষুধা—চায়না, সিন, আয়ােড, নেট্রাম-মিউর।

পেটফাঁপা-লাইকো (কোষ্ঠকাঠিন্য সহ পেটফাঁপা) কার্বো-ভেজ, (উদরাময় সহ পেটফাঁপা) নাইট্টি-অ্যা ( উপর পেটফাঁপা)।

বুক জালা ক্যাল্কে কাব ৬, কার্বোভেজ ৬, ক্যাপ্সিকাম ৬, নাক্সভম ৩০, পাল, নাইট্রিক অ্যাসিড ৬।

গন্ধ ঢেকুর ওঠা—কার্বোভেজ ৬, সালফার ৩০।

অম্লরােগ—অ্যাসিড সালফ ৩x, ৩০, ক্যাল্কেরিয়া কার্ব ৩০। নেট্রাম ফস ৩x, ১২x চর্ণ; ফস্ফোরাস ৩, রিউমেক্স ৩০, রােবিনিয়া ৩। ক্যারিকা পেপেয়া—৪, ৫ থেকে ১০ ফোঁটা খাওয়ার পর।

হিক্কা-অ্যাসিড সালফ, (অম্লরােগসহ হিক্কা) ও নাক্স ভম, আস, কলােফাই, জেলস, ইগে, সালফিউরিক অ্যাসিড, সাইকিউটা।

| আহার করার দোষে অজীর্ণ রােগ—পালস—পিষ্টক, তৈলাক্তযুক্ত খাদ্য বা ঘিয়ের। দ্রব্য ( যথা—লুচি, কচুরী, পােলাও প্রভৃতি) খাওয়া ও অধিক পরিমাণে ঠাণ্ডা জল খাওয়ার জন্য অজীর্ণ। কফি বা মদা বিশেষতঃ হইসকি—মদ্যপান ও রাত্রিজাগরণ আফিং সেবন, চিংড়িমাছ বা ডিমের সেতাংশ খাওয়ার জন্য এই রােগ হলে নাক্স-ভম ৩x, ৩০। দুধ সহ্য হয় না, দুধ পানের পর অজীর্ণতা ও পেটে যন্ত্রণা লক্ষণে। ইথজা ৬, ক্যালকেরিয়া ৩০। 

পচা মাছ বা মাখন খেয়ে অজীণ ভাকার্বোভেজ ৬।

পেটের বিভিন্ন রােগ আইসক্রিম খেয়ে অজীর্ণতায় আস ৬।

লবণের অপব্যবহার জনিত অজীর্ণতা ফসফো ৬ বা নেট্রাম মিউর ৩০। ফুটি, তরমুজ খেয়ে জল খেয়ে অজীর্ণ রােগ হলে, জিঞ্জিবার ৩, ৬।

নিয়মিত উপর পেটফাঁপা, হলে কার্বোভেজ ৬, ৩০। মলদ্বার দিয়ে বায়ু, নির্গত হলে, লাইকো ৩০, ২০০।


আপনি পড়তেও পছন্দ করতে পারেন:  Meditation as therapy: what are its effects on health?


আনুষঙ্গিক ব্যবস্থা -


(1) নিত্য লঘু, ব্যায়াম এবং কিছুক্ষণ করে হাঁটা ও চলাফেরা দেহের পক্ষে উপকারী।

(2) মন প্রফুল্ল রাখতে হবে। 

(3) গুরপাক খাদ্য বর্জনীয়। লঘু, পুষ্টিকারক খাদ্য রােজ খেতে হবে।

(4) মাংস, মশলা, কাঁকড়া, গরম মশলা বর্জনীয়। সরু চালের ভাত হালকা মাছ, ও তরকারীর ঝােল উপকারী। কাঁচকলা , করলা, পেপে, ডমুর সিদ্ধ উপকারী।

(5) দিবানিদ্রা, রাতজাগা, বেশি রাতে খাওয়া ক্ষতিকারক। . 

(6) রােজ দুবেলা খাবার পর ডাব বা লেবুর জল খাওয়া উপকারী।


আপনি পড়তেও পছন্দ করতে পারেন: Indigestion & Dyspepsia the symptoms and uses homeopathic medicine.


দাবিত্যাগ:-

এই নিবন্ধটি কঠোরভাবে শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এবং এটি একটি রোগ নির্ণয়, চিকিত্সা বা পেশাদার চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় এবং চিকিত্সার বিকল্প হিসাবে নয়। আমাদের বিষয়বস্তু বা এর সাথে সম্পর্কিত কিছু ব্যবহারের কারণে সৃষ্ট কোন ক্ষতি, পার্শ্ব-প্রতিক্রিয়া, অসুস্থতা এবং স্বাস্থ্য সমস্যার জন্য এই ব্লগটি কোন দায়বদ্ধতা নেয় না।

অনলাইন ক্রয়ের জন্য: 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.