Influenza rabies / ইনফ্লুয়েঞ্জা রেবিসের লক্ষণ ও হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার

 

ইনফ্লুয়েঞ্জা রেবিস হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও ব্যবহার

আজ আমরা ইনফ্লুয়েঞ্জা রেবিস হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও ব্যবহার সম্পর্কে জানব,

ইনফ্লুয়েঞ্জা রােগ এক ধরণের Acute রােগ, যা সৃষ্টি হয় ইনফ্লুয়েঞ্জা গ্রুপের Myxovirus গলি থেকে। এদের নানা ভাগ বা প্রকার ভেদ আছে—তবে প্রধানতঃ তিনভাগে এদের ভাগ করা হয়, তা হলাে গ্রুপ A, B এবং C। A জাতীয় ভাইরাস। বহ ব্যাপক বা Epidemic সষ্টি করে। B জাতীয় ভাইরাস স্থানীয় অংশে বেশি রােগ। সষ্টি করে। C জাতীয় ভাইরাস অল্পদিনের মধ্যে হঠাৎ রােগ সৃষ্টি করে। এই তিন জাতের আকৃতির মধ্যেও আবার নানা পরিবর্তন দেখা যায়। পরে রােগ হলে, এই সঙ্গে Strepto, Staphylo, Pneumo প্রভৃতি কক্কাসের ক্রিয়া শুরু হয়।


আপনি পড়তেও পছন্দ করতে পারেন:  Acute coryza -Causes, Symptoms and Treatment in Homeopathy


লক্ষণ —(Clinical Signs & Symptoms )—

Incubation-এর সময় হলো। এক থেকে তিন দিন। বীজাণ, দেহে প্রবেশ করলেই প্রথমে যে সব লক্ষণ দেখা দেয় তা হলো 

(1) শরীরের অস্বস্তিবােধ 

(2) মাথাধরা, 

(3) গা, হাত, পা, চোখ, কোমরে ব্যথা, 

(4) অক্ষধা, 

(5) কখনাে বা বমি বমি ভাব ও বমি হয়, 

(6) ত্যরপর জর হয়। আর সাধারণতঃ 102-103 ডিগ্রী পর্যন্ত হয়। শীত করে জর আসে 

(7) মখ রক্তাভ হয়, চোখ দিয়ে জল পড়তে থাকে, 

(৪) নাড়ির ও শ্বাসের গতি দ্রুততর হয়, 

(9) প্রায়ই (Leucopenia) হয়। (2000 থেকে 4000 প্রতি কিউবিক মিলিটারের), 

(10) সদি ও শুকনাে কাশি প্রভৃতি দেখা দিতে পারে, 

(11) বাসনালীর উপরের অংশে প্রদাহ হতে পারে এবং তখন রােগটি সঠিক চেনা হয়। রােগ দ্রুত বাড়ীর অন্যান্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।

সাধারণতঃ চিকিৎসা হােক বা না হােক, রােগ সাতদিন পরে আপনা থেকেই সেরে যায় যদি অন্যান্য Complication দেখা না দেয়। তাই রােগের চিকিৎসার থেকেও Complication গুলির চিকিৎসা ও থেকে রােগীকে রক্ষা করা প্রাথমিক কর্তব্য। সাধারণ সর্দিজর যে ভাইরাস থেকে হয়, তাদের মেয়াদ মাত্র তিন দিন। কিন্তু প্রকৃত তা হলে রােগীকে সাতদিন রােগে ভুগতে হয়। তাই বলা হয় যে, চিকিৎসা না। করলে সাতদিনে সারে আর চিকিৎসা করলে এক সপ্তাহে সারে।


আপনি পড়তেও পছন্দ করতে পারেন: Top 7 Homeopathic Medicines for Cough


জটিল অবস্থাদি - (Complication)—

অনেক সময় কোনও জটিল অবস্থা দেখা দেয় না—রােগ। আপনা থেকেই সেরে যায়। কিন্তু এই সঙ্গে অন্যান্য Coccus-দের ইনফেকশন হলে রােগ সহজে সারে না। তখন ট্রেকাইটিস, ব্রঙ্কাইটিস, ল্যারিঞ্জাইটিস, নিউমােনিয়া প্রভৃতি দেখা দেয়। যদি রােগীর আগে থেকে হাটের রােগ থাকে তাহলে Toxic cardiomyopathy দেখা দিতে পারে এবং তা হলে রােগীর হঠাৎ মত্যু হওয়া | আশ্চর্য না। রােগীর স্বাস্থ্য থবে দুবল করে ফেলে এবং জীবনীশক্তি কমিরে।

প্রতিবেশ (Prevention) প্রতিরােধ কঠিন। তবে রােগ চলতে থাকার সময় অল্প মাত্রায় চায়না ৩ খাওয়ালে প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি পায়। যে সব লােক ফুসফুস ও হার্টের রােগে। ভুগছে, তাদের এক মাত্রা ইনফ্লুয়েঞ্জিনাম ৩০ বা ২০০ দিলে রােগ অনেকটা প্রতিরােধ করা সম্ভব হয় বটে তবে তা নিশ্চিত ফলপ্রদ বলা যায় না। এক মাত্রার বেশি এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ। রােগীকে ঘরে রাখা উচিত।


আপনি পড়তেও পছন্দ করতে পারেন: How to reduce exposure to heavy metals?


চিকিৎসা ( Treatment )-- 

আক্রমণের প্রথম অবস্থায় শ্রেষ্ঠ ঔষধ হলাে, অ্যাকোনাইট ৩ বা ৬। জ্বর, অস্থিরতা, পিপাসা প্রভৃতি লক্ষণ দেখা যায়।

| প্রথম অবস্থায় ফেরাম ফস ৩x বা ৬x অতি উপকারী ঔষধ । In a case of Nascent cold, Ferrum acts as gold.' | ইনফ্লুয়েঞ্জিনম ৩০ বা ২০০ একমাত্রা সেবনে অধিকাংশ ক্ষেত্রে রােগ সেরে যায়। তবে এই ঔষধ এক মাত্রার বেশি প্রয়ােগ নিষিদ্ধ। প্রথম অবস্থায় এটি ফলপ্রদ।

গলায় শ্লেষ্মা ঘড়ঘড় করলে, অপ্টিম টাট উপকারী। শ্লেষ্ম ও বমি ভাব তার। সঙ্গে থাকলে, ইপিকাক ৬ উপকারী। | উত্তপ্ত জালাকার লেম্মাভাব, দেহে জালা প্রভৃতিতে আর্সেনিক, ৬ বা ৩০!

আর্সেনিক ব্যর্থ হলে, আর্সেনিকের কুলক্ষণ সহ প্রবল বমি, বমিভাব ও অনান্য লক্ষণ থাকলে, সারকোল্যাকটিক এসিড, ৬ বা ৩০।

প্রবল ব্যথা, হাড়ে ব্যথা, সন্ধিতে ব্যথা প্রভৃতিতে, ইউপেটোরিয়াম পাফ ৬x।

প্রবল জবর, শীতবােধ, মাথাভার, তন্দ্রাভাব, ঝিমানাে, অবসন্নতা, সবঙ্গে ব্যথা ক্ষধা তৃষ্ণার অভাব প্রভৃতিতে, জেলসিমিয়াম মাদার বা ৩x উপকারী।

মাথা, ব্যথা, চোখ লাল, আলাে অসহ্য, প্রলাপ প্রভৃতিতে বেলেডোনা ৬। বর্ষাকালে কোমরে ব্যথাসহ, রাসটক্স ৬ বা ৩০। বর্ষার ভিজে জরে, ডালকামারা ৬ বা ৩০।

অনিয়মিত পান, ভােজন, স্নান প্রভৃতির পর জবর এবং জরে তৃষ্ণাভাবে থাকে না, এই রকম লক্ষণে, পালসেটিলা ৬।

আনুষঙ্গিক ব্যবস্থা -

(1) রােগীকে পণ বিশ্রাম দিতে হবে–বিছানায় শুইয়ে রাখা একান্ত প্রয়ােজন।

 (2) বুকে, পিঠে, হাতে করে মিশ্রিত তেল বা মাসকলাইয়ের তেল মালিশ করলে উপকার হয়।

 (3) শুশ্রষাকারীকে খুব সাবধান ও পরিচ্ছন্ন থাকতে হবে। তাতে রােগ ছড়ানাে বন্ধ হবে। রােগীকে পথক ঘরে রাখা কত ব্য।


আপনি পড়তেও পছন্দ করতে পারেন:  The Brain Benefits of Walking in Nature


দাবিত্যাগ:-

এই নিবন্ধটি কঠোরভাবে শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এবং এটি একটি রোগ নির্ণয়, চিকিত্সা বা পেশাদার চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় এবং চিকিত্সার বিকল্প হিসাবে নয়। আমাদের বিষয়বস্তু বা এর সাথে সম্পর্কিত কিছু ব্যবহারের কারণে সৃষ্ট কোন ক্ষতি, পার্শ্ব-প্রতিক্রিয়া, অসুস্থতা এবং স্বাস্থ্য সমস্যার জন্য এই ব্লগটি কোন দায়বদ্ধতা নেয় না।

অনলাইন ক্রয়ের জন্য: 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.