আজ আমরা ফোঁড়া এবং পোড়ার লক্ষণ এবং হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার সম্পর্কে জানব,
ফোঁড়া এবং পোড়ার কারণ-
উনুনে রান্না করতে গিয়ে, বা ফ্যাক্টরিতে ফারনেসে কাজ করতে গিয়ে, বা দূরঘটনায় হঠাৎ দেহের কিছু অংশ পুড়ে যায়। আবার দেহে গরম জল বা গরম তেল পড়েও পুড়ে যেতে পারে। বেশি ত্বক পুড়লে তা বিপজ্জনক হয়।
সামান্য পুড়লে তা থেকে ফোস্কা হতে পারে এবং ফোস্কা গলে পরে ঘা হতে পারে। বেশি পুড়লে হাসপাতালে সঙ্গে সঙ্গে পাঠানাে উচিত। অল্প পুড়লে তত ভয় থাকে না। তবে বিষাক্ত হলে তা Septic হতে পারে।
আরও জানুন লিঙ্কে ক্লিক করুন:- সুস্থ মস্তিষ্কের জন্য পুষ্টির গুরুত্ব! (nutrition for a healthy brain)
ফোঁড়া এবং পোড়ার লক্ষণ-
1.সাধারণতঃ সাধারণ ভাবে ফোস্কা গলে গেলে, ছােট ঘােট ক্ষত বা ঘা হয়
2. বেশি ঘা হলে বা বীজাণু; দুষণ হলে তা থেকে Septic হতে পারে। তার। ফলে জ্বর বেশি হতে পারে ও মাথাধরা ও যন্ত্রণা প্রভৃতি নানা লক্ষণ প্রকাশ পায়।
আরও জানুন লিঙ্কে ক্লিক করুন:- The importance of nutrition for a healthy brain.
ফোঁড়া এবং পোড়ার উপসর্গ-
1. ঘা বেশি বড় হলে, সেপটিক হলে তা রােগীর জীবন বিপন্ন করে তুলতে পারে।
2. বেশি জ্বর, প্রলাপ, বড় ঘা, সেপটিক হতে পারে। মুখে বা মাথায়, বুকে পােড়া ঘা হলে তা আরও বেশি মারাত্মক হতে পারে।
আরও জানুন লিঙ্কে ক্লিক করুন:- Indigestion & Dyspepsia the symptoms and uses homeopathic medicine.
ফোঁড়া এবং পোড়ার চিকিৎসা-
সামান্য রকম পােড়া হলে ক্যান্থারিস মাদার বা আর্টিকা ইউরেন্স মাদার এক ড্রাম, এক আউন্স জলে মিশিয়ে তাতে বিশুদ্ধ ন্যাকড়া বা তুলাে ভিজিয়ে দগ্ধস্থানে লাগাতে হবে।
গােল আলু; অথবা পুই পাতা বেটে অথবা পাকা কলা চটকে কিংবা নারকেল তেল চূণ সহ ফেটে কিংবা গুড় মধু মিশিয়ে দগ্ধস্থানে লাগালে ভাল ফল দেয়।
ঘন খয়ের জল লাগালেও ভাল হয়।
আক্রান্ত স্থান উত্তপ্ত, ফোলা, জ্বর, পিপাসা, গায়ের চর্ম শুকনো, ভয়, মনের উদ্বেগ। লক্ষণে—অ্যাকোনাইট ৩x বার বার দিতে হবে।
আগুনে পুড়ে কালাে রঙের ফোস্কা, জ্বালা, পিপাসা, দুর্বলতা, মৃত্যুভয় লক্ষণে, আসেনিক ৬।
ক্ষত স্থানে পুঁজ হলে হিপার-সালফার ৬ সেবন ও ক্যালেণ্ডুলা মাদার ও অলিভ অয়েল বাহ্য প্রয়ােগ।
ক্ষতস্থানে পচন ভাব শুর–সাইলিসিয়া ৬ বা ৩০।
আরও জানুন লিঙ্কে ক্লিক করুন:- (Acute coryza) সর্দি ও সর্দিজ্বর - হোমিওপ্যাথিতে কারণ, লক্ষণ এবং চিকিত্সা
ক্ষতস্থানে ভালভাবে বিশুদ্ধ তুলা এবং ক্যালেন্ডুলা মাদার এবং জলপাই তেল (অলিভ অয়েল) মিশিয়ে ড্রেস করে রাখা প্রয়ােজন। ঘন ঘন তুলা পালটাতে নেই—কেন না
নতুন চর্ম গজাতে অসুবিধা হয়। কয়েকদিন বাদে বাদে ধীরে ধীরে অলিভ অয়েল। লাগিয়ে এটি পাল্টাতে হয়।
দাবিত্যাগ:-
এই নিবন্ধটি কঠোরভাবে শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এবং এটি একটি রোগ নির্ণয়, চিকিত্সা বা পেশাদার চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় এবং চিকিত্সার বিকল্প হিসাবে নয়। আমাদের বিষয়বস্তু বা এর সাথে সম্পর্কিত কিছু ব্যবহারের কারণে সৃষ্ট কোন ক্ষতি, পার্শ্ব-প্রতিক্রিয়া, অসুস্থতা এবং স্বাস্থ্য সমস্যার জন্য এই ব্লগটি কোন দায়বদ্ধতা নেয় না।
অনলাইন ক্রয়ের জন্য:-